নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ।। গত ৮ ডিসেম্বর ২০১৫ নিজ এলাকায় দলীয় কার্যালয়ে দলের সদস্য এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠে শাষকদলের বিধায়ক মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে। ২৭ নভেম্বর দশরথ দেব স্মৃতি ভবনে শ্লীলতাহানির ঘটনাটি ঘটলেও পুর নির্বাচনের জন্য দল এটি চেপে রাখেন। পরে তা প্রকাশ হলে দল থেকে বহিষ্কৃত হন মনোরঞ্জন আচার্য। বহিষ্কৃত হওয়ার পর তিনি জানান দলীয় একাংশ নেতা-কর্মীর চক্রান্তের শিকার হয়েছেন তিনি। নৈতিক অধপতনের যে ঘটনার জন্য বহিস্কার করা হয়েছে তাতে ঘরের শত্রুরাই কলকাঠি নেড়েছে বলে জানান তিনি। গত ৯ই জানুয়ারী মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার, মাননীয় হাইকোর্ট মনোরঞ্জন আচার্যের জামিনের আবেদন মঞ্জু্র করেন। এদিন মাননীয় বিচারপতি উ বি সাহার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেনি মামলার তদন্তকারী অফিসার মিনা কুমারি দেববর্মা। এ নিয়ে পুলিশি ভূমিকার সমানোচনা করেন মাননীয় হাইকোর্ট।