আন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর কোয়েটার একটি পোলিও টিকাদান কেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন পুলিশ, একজন আধাসামরিক বাহিনীর সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছে।
অনেকে আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পুলিশ ওই ক্লিনিকটি ঘিরে রেখেছে। পোলিও টিকাদান কর্মসূচির কর্মীরা খ্রিস্টান ধর্ম প্রচার করছেন এমন অভিযোগ তুলে তাদের ওপর প্রায় হামলা করে থাকে দেশটির ইসলামপন্থী সশস্ত্র সংগঠনগুলো। তারা এটাও মনে করে- কর্মীরা পাকিস্তানি শিশুদের বন্ধ্যাত্ব করছে পোলিও টিকাদানের মাধ্যমে। মুসলিম দেশ পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানে পোলিও রোগ মহামারী আকার ধারণ করেছে। প্রতি বছর বহু মানুষ এ রোগে আক্রান্ত হয় দেশ দুটিতে। বেলুচিস্তানের (যার রাজধানী কোয়েটা) মন্ত্রী সারফরাজ বুগতি জানিয়েছেন, পোলিও টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু আগ মুহূর্তে বুধবার সকালে এ বিস্ফোরণ ঘটে। এএফপিকে বুগতি বলেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রে বাস করছি। বিস্ফোরণ সমন্ধে আর কিছু বলতে চাই না আমি।’ পাকিস্তানে ২০১৪ সালে ৩০০টি পোলিও আক্রান্তের ঘটনা খুঁজে পাওয়া যায়। ১৯৯৯ সালের পর এটা সবচেয়ে বেশি। পোলিও রোগে আক্রান্তদের বেশিরভাগে জঙ্গি প্রাদুর্ভাব পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দা। ২০১৫ সালে ৫২টি পোলিও রোগের ঘটনা পাওয়া গেছে। আরও বেশি এলাকায় পোলিও কর্মীরা পৌঁছাতে পারলে এ সংখ্যা আরও কমত। কিন্তু জঙ্গি হামলার কারণে তারা নিজেদের গুটিয়ে নিয়েছে।