অভিমুখ বাধারঘাট – কল্লোলিত ব্রডগেজের হুঁইসেলে

BG Railদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ জানুয়ারী ।। সবারই জানা ছিল আসবে কবে? ‘কবের’ উত্তর পূর্ণ না হলেও প্রায় পূর্ণ হওয়ার মুহূর্তে রাজধানীর মানুষ সহ আপামর রাজ্যবাসী। বুধবার ১৩ই জানুয়ারী ২০১৬ – দিনটা বাধারঘাট রেল স্টেশনের স্মৃতিতে যেমন অমলীন থাকবে চিরদিন, তেমনি এই রাজ্যের মানুষের। চড়াই উৎরাই পাড়ি দিয়ে অবশেষে বাধারঘাটে সশব্দ হুঁইসেল বাজিয়ে যাত্রীবাহী ব্রডগেজের ৭টি বগি পৌঁছুতেই মুহূর্তে বদলে গেল ছবিটা। BG Rail.jpg1বরণের প্রস্তুতি পর্ব চূড়ান্ত ছিল আগেই, হঠাৎ জেগে উঠল মানুষের স্বতস্ফূর্ত আবেগ উচ্ছ্বাস। বিস্ময় ভরা চোখেই বাস্তব হয়ে উঠল ব্রডগেজের আগমনের সুদীর্ঘ প্রত্যাশা। হোক পরীক্ষামূলক বলতে দ্বিধা নেই এই ব্রডগেজ মানুষের যাত্রার বিড়ম্বনার শেষ হওয়ার কাল্পনিক নয় একেবারে সাচ্চা ঘটনা। ঠিক ১টা ৩০ মিনিট সময় বহু দূর থেকেই সংকেত পাওয়া যাচ্ছিল ব্রডগেজ যাত্রীবাহী বগি আসছে, তর সইছিল না যারা বাধারঘাট রেল স্টেশনে উপস্থিত হয়েছিলেন। সাত খানা বগি সমৃদ্ধ পরীক্ষামূলক রেল আগমনের সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, পরিবহণ মন্ত্রী মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সহ আরো অনেকে। পরীক্ষামূলক যাত্রীবাহী ব্রডগেজের বগিতেই বিমোহিত ত্রিপুরা, অপেক্ষা ব্রডগেজে বিন্দাস যাত্রার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*