আন্তর্জাতিক ডেস্ক ।। জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের দক্ষিণে বৃহস্পতিবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) মতে, সাগরের ৫১ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি ভূকম্পনটির কেন্দ্র ছিল শিজুনাই শহরের ৫১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশটির জাতীয় টেলিভিশন এনএইচকে জানায়, ভূমিকম্পের কারণে সমুদ্রপৃষ্ঠে অল্প কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও সুনামিজনিত কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পে কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে জাপানি কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা থেকে সরে যেতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। ২০১১ সালের ১১ মার্চে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে নয় মাত্রার একটি ভূমিকম্পে ব্যাপক সুনামির সৃষ্টি হয়। ওই ভূমিকম্পটি জাপানের রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল।