শুভ্র দে, চূড়াইবাড়ি, ১৪ জানুয়ারী ।। নিজের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্বেও আরেক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কের জন্য উত্তম মধ্যম খেয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বন দপ্তরের বীট অফিসার। ঘটনার বিবরণে জানা যায়, ঊনকোটি জেলার পেচারথল থানাধীন শান্তিপুরের বাসিন্দা শ্যামল মালাকার (৩৫) পেশায় বন দপ্তরের বীট অফিসার স্ত্রী ও সন্তানথাকা সত্ত্বেও শান্তিপুর গ্রামেরই মালতি দাস ঘোষ নামে এক গৃহবধু্র সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেন। সেই কাজে বাঁধা দেয়ায় স্ত্রী শিখারানীকে প্রায়ই মারধোর করত এবং বিবাহ বিচ্ছিন্ন করার জন্য চাপ দিত। এমনকি একদিন জোড় করে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করে, তাতে শিখারানী দুদিন মেলাঘর হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাপের বাড়ী চলে আসে ভাইয়ের সাথে। এদিকে ফরেষ্টার বাবু বদলি হয়ে কৈলাশহর চলে আসে সাথে অবৈধ সম্পর্কের ঐ গৃহবধু্কেও নিয়ে আসে। অবশেষে গত ৫ই জানুয়ারী স্ত্রী তাঁর ভাইকে নিয়ে গিয়ে অবৈধ অবস্থায় শ্যামল মালাকারকে দেখতে পায়, সেখানে পাড়ার লোক শ্যামলকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।