দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ জানুয়ারী ।। ‘মকর সংক্রান্তি’-র বাজারের চির চেনা রুপ ফুটে উঠে এই সময়ে। ফুল, ফলের দোকানের পাশাপাশি দোকানে দোকানে পেল্লাই সাইজের তিল্লাই কদমার সঙ্গে রয়েছে ছোট আকারেরও, বাতাসা রয়েছে নানা জাতের, নানা দরের। পায়েসের জন্য একটু সাহেবী রঙের বাতাসাই উৎকৃষ্ট বলে জানিয়েছেন দোকান মালিক।