লখনউ, ২৭ সেপ্টেম্বর ।। দুহাজার ষোলোতেই লখনউতে চালু হয়ে যাবে মেট্রো রেল। মেট্রো প্রকল্পের ভূমিপূজা করতে গিয়ে আজ এই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, দেশের মধ্যে উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যেখানে একসঙ্গে নয়ডা, গাজিয়াবাদ এবং লখনউয়ে মেট্রোর কাজ চলছে।
এর আগে মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ঘোষণা ছিল, উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মেট্রো চালু হয়ে যাবে। আজ সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, নেতাজির কথা মতো ঠিক সময়েই কাজ শেষ হবে। মেট্রো পরিষেবায় শুধু মানুষের উপকার হবে তাই নয়, এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
সৌজন্যে জি নিউজ।