দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ জানুয়ারী ।। মকর সংক্রান্তি – গৃহস্থের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। পূজোর সঙ্গেই পিঠে পুলি পায়েসের ভোজন পর্ব। মকর সংক্রান্তির দিনে শহরের ব্যস্ততায় এমন ভাঁটা পড়েছে যেখানে শূনশান পথের ছবিতে কে বলবে – আগরতলা শহর। পিঠে পুলিতে পুরোপুরি আসক্ত শহরের ছবিতে কেমন একটা অঘোষিত বনধ বনধ গন্ধ।