সংক্রান্তি ও শির

krtদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ জানুয়ারী ।। গণ মাধ্যমের সব শাখাতেই এমুহূর্তের শিরোনাম সংক্রান্তি সংক্রান্ত। ঐতিহ্য, পরম্পরা, আয়োজন, আনন্দ মুখর পরিবেশ উৎসবে সামিল সর্বস্তরের মানুষ। তবে আনন্দে বাজারে আগুনের শিখার স্পর্শে সংক্রান্তিতে শিরে সংক্রান্তির উপস্থিতি সহজেই অনুমেয় – আনন্দঘন অভিব্যক্তির মধ্যে।
এই শহরে মকর সংক্রান্তিতে ঢোল কীর্তনে বাড়ী বাড়ী ঘুরে তিল্লাই কদমা নেয়ার চল ছিল সেই দৃশ্য প্রায় তিরোহিত। গ্রামে গ্রামে কীর্তন, কাঁসর আর ঢোলের শব্দ আর গৃহস্তের দুয়ারে পরিক্রমা আজও বেঁচে আছে স্বমহিমায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*