আন্তর্জাতিক ডেস্ক ।। তাইওয়ানের ইতিহাসে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন কোনো নারী। স্বাধীনতাকামী প্রার্থী সাই ইং-ওয়েন দেশটির ক্ষমতাসীন কুওমিনতাংয়ের (কেএমটি) সভাপতি ও প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী এরিক চু-কে পেছনে ফেলে নির্বাচনে জয়লাভের পথে রয়েছেন। নির্বাচনে আনুষ্ঠানিক ফলঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী প্রার্থী এরিক চু। শনিবার ভোটদান শেষে জনমত জরিপের মাধ্যমে তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেতা সাই নিরঙ্কুশ ব্যবধানে জয়লাভ করবেন বলে অনুমান করা হয়েছিল। চীনের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে ভোটাররা মুখ ঘুরিয়ে নেওয়ায় নির্বাচনে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি ভোটগণনা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত বেইজিংবিরোধী সাইয়ের ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) ৫৮.১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। ভোটকেন্দ্রে চলমান গণনাকার্যে সরাসরি উপস্থিত তাইওয়ানের এফটিভি জানিয়েছে এ তথ্য। জানা গেছে, ৩২.৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এরিক চু এবং দেশটির প্রবীণ রাজনীতিবিদ রক্ষণশীল পিপল ফার্স্ট পার্টির প্রার্থী জেমস সুংয়ের দল ৯.৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। চীনবান্ধব দল কেএমটি গত আট বছর ধরে দ্বীপদেশটি শাসন করেছে।