জাতীয় ডেস্ক ।। স্টার্ট আপ বা প্রাথমিক ব্যবসার স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা নরেন্দ্র মোদীর। প্রাথমিক ব্যবসায় নামা উদ্যোগীদের লাভের ওপর তিন বছর কর ছাড় মিলবে। তাঁরা ইনসপেক্টর রাজ-এর হাত থেকে অব্যাহতি পাবেন। মূলধনী লাভেও কর ছাড় দেওয়া হবে। তাছাড়া প্রাথমিক উদ্যোগকে মূলধন জোগাতে ১০ হাজার কোটি টাকার একটি তহবিল গড়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক শিল্পোদ্যোগীদের প্রথম সম্মেলনে ভাষণ দিয়ে মোদী জানান, ৯টি শ্রম ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আইনের ক্ষেত্রে স্টার্ট আপ ব্যবসার জন্য একটি স্ব-শংসাপত্র স্কিম থাকবে। নতুন শিল্প গঠনের প্রথম তিন বছরে সরকারি কর্তাদের কোনও ইনসপেকশন বা পরিদর্শন হবে না। একটি উদার পেটেন্ট ব্যবস্থা চালু হচ্ছে নয়া উদ্যোগীদের সাহায্য করতে। এর ফি ৮০ শতাংশ হ্রাস করা হবে।
দেশে কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরির ক্ষেত্রে স্টার্ট আপ বা প্রাথমিক ব্যবসাকে একটা বড় ক্ষেত্র বলে মনে করা হচ্ছে। ভারতে স্টার্ট আপ ব্যবসার সংখ্যা গোটা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। তাকে চাঙ্গা করতেই এদিন অ্যাকশন প্ল্যান ঘোষণা করেন মোদী। সরকারি বরাত পেতে গেলে অভিজ্ঞতা ও বার্ষিক টার্নওভারের যে মাপকাঠি থাকে, স্টার্ট আপ উদ্যোগীদের বেলায় তা তুলে নেওয়া হচ্ছে।
মোদী জানান, স্টার্ট আপ ব্যবসায় প্রথম তিন বছরের মুনাফার ওপর আয়কর দিতে হবে না। শিল্পোদ্যোগীরা নিজস্ব সম্পদ বেচে যে বিনিয়োগ করবেন, তার মূলধনী লাভের ওপর যে ২০ শতাংশ কর ধার্য করা হয়, তাও নতুন উদ্যোগীদের দিতে হবে না। পাশাপাশি তাঁদের সামনে সহজে ব্যাবসা গুটিয়ে ফেলার সুযোগও থাকবে। ৯০ দিনের মধ্যে ব্যাবসা বন্ধ করে দিতে পারবেন কেউ। এজন্য দেউলিয়া আইনে একটি একজিট অপশন থাকবে।