দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ জানুয়ারী ।। মনোরঞ্জনের মনের কথা শোনেনি দল – নৈতিক অধঃপতনের দায়ে মনোরঞ্জন আচার্যকে CPI(M) থেকে বহিস্কার করা হয়েছে। স্বল্প সময়ের জন্য জেলেও গেছেন মনোরঞ্জন বাবু – আপাততঃ বাইরে। মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবীতে পথের মিছিল থেকে বিধানসভা পর্যন্ত জল গড়িয়েছে। এ দেশের গণতান্ত্রিক শাসনের ধারা অনুয়ায়ী দেশের বেশ কয়েকটি শূন্য আসনের সঙ্গে অমরপুরের ৪২নং বিধানসভা আসনে ১৩ ফেব্রুয়ারী ভোট হতে যাচ্ছে। বামফ্রন্টের প্রার্থী হিসেবে মনোরঞ্জনের শূন্য আসনে প্রতিদ্বন্দিতায় নেমেছেন পরিমল দেবনাথ। শনিবার অমরপুর বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী পরিমল দেবনাথের সমর্থনে বামফ্রন্ট সমর্থকরা সুসজ্জিত মিছিল করে অমরপুরের রাজপথ পরিক্রমা করেছে। ত্রিপুরার ইতিহাসে অমরপুরের ৪২নং বিধানসভা আসনের ভোট অবশ্যই ব্যতিক্রমী হিসেবে আখ্যায়িত করা যায় কারন পাপের বালির জন্য শূন্য আসনে আর ভোট হয়েছে কিনা – সে নিয়েই চলছে গুঞ্জন।