আন্তর্জাতিক ডেস্ক ।। আফগানিস্তানের জালালাবাদ শহরে রোববার আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
তালেবানের কাছ থেকে একজনের মুক্তি পাওয়া উপলক্ষে আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের প্রখ্যাত রাজনীতিক ওবায়দুল্লাহ শিনওয়ারির বাসায় আয়োজিত অনুষ্ঠানে হামলাটি চালনো হয়। এ হামলায় দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, তারা এ হামলা চালায়নি। সম্প্রতি মাসগুলোতে দেশটিতে হামলার সংখ্যা বেড়ে গেছে। বেশ কিছু হামলার দায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট স্বীকার করেছে।