জাতীয় ডেস্ক ।। দিল্লির দ্বারকায় পার্কের মধ্যে এসআইয়ের গুলিতে খুন তরুণী। পরে আত্মঘাতী হন ওই এসআই-ও। দিল্লি পুলিশ সূত্রে দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে বিবাহ-বহির্ভূত সম্পর্ক। খুনের পর আত্মঘাতী হলেন সাব ইন্সপেক্টর! এই ঘটনাতেও সামনে এল সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব! ঠিক কী হয়েছিল রবিবার সকালে?
পুলিশ সূত্রে খবর, প্রেমিকা নিকিতাকে দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকার সেক্টর ফোর এলাকার একটি পার্কে ডেকে পাঠান এসআই বিজেন্দ্র বিষ্ণোই। একটি বেঞ্চে পাশাপাশি বসে দু’জন কথা বলছিলেন। আচমকাই সার্ভিস রিভলবার বের করে নিকিতার বুক এবং তলপেট লক্ষ্য করে তিনটি গুলি করেন বিজেন্দ্র। পরে গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হন ওই এসআই। ঘটনার হতচকিত হয়ে পড়েন পার্কে আসা লোকজন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিকিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় বছর তেত্রিশের ওই এসআই-কে এইমসে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। দিল্লি পুলিশ সূত্রে দাবি, ২০০৮ সালে পশ্চিম দিল্লির রাণহৌলা থানায় এসআই পদে যোগ দেন রাজস্থানের বাসিন্দা বিজেন্দ্র বিষ্ণোই। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি স্বামীর বিরুদ্ধে থানায় পারিবারিক হিংসার অভিযোগ আনেন বিজেন্দ্রর স্ত্রী। অন্যদিকে, স্বামীকে ছেড়ে দ্বারকায় থাকতেন প্রাক্তন সাংবাদিক নিকিতা। বছর তিনেক আগে বছর আঠাশের নিকিতার সঙ্গে এসআই বিজেন্দ্রর আলাপ। দু’জনের পরিবারকেই বিষয়টি জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।