মার্চের মধ্যেই ১,০০০ ATM চালু করার পরিকল্পনা নিল ডাক বিভাগ

ipজাতীয় ডেস্ক ।। ডাক বিভাগ চলতি বছরের মার্চের মধ্যেই ১,০০০ এটিএম চালু করার পরিকল্পনা নিল। সেই সঙ্গে ২৫ হাজার বিভাগীয় ডাকঘরকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতাতেও নিয়ে আসা হচ্ছে। ডাক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ১২,৪৪১ টি পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের ( সিবিএস) আওতায় নিয়ে আসা হয়েছে। ৩০০ এটিএমও চালু হয়েছে। আগামী মার্চের মধ্যে সারা দেশে আরও এক হাজার এটিএম চালু করবে জার বিভাগ। দেশে ২৫ হাজার বিভাগীয় ডাক ঘর এবং ১৩ হাজার গ্রামীন ডাক ঘর রয়েছে। সিবিএস চালু হলে গ্রাহকরা ডাকঘরের যে কোনও শাখা থেকেই লেনদেন করতে পারবেন। আগামী বছরের মার্চের মধ্যে পেমেন্ট ব্যাঙ্কও চালু করতে চলেছে ডাক বিভাগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*