খেলাধুলা ডেস্ক ।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ত্ব করে এসেছেন মাহিন্দ সিং ধোনি। তবে চেন্নাই আগামী আইপিএলে নিষিদ্ধ হওয়ায় ধোনিকেও নাম লেখাতে হয়েছে নতুন দলে। তবে নতুন দল পুণে ওয়ারিয়ার্সের হয়ে আগামী আইপিএলে ধোনি মাঠে নামবেন অধিনায়ক হয়েই। সোমবার ধোনির নাম ঘোষণা করেন পুণে ওয়ারিয়ার্সের কর্ণধার সঞ্জীব গোয়েনকা। তিনি বলেন, “পুণের অধিনায়ককে অভিনন্দন। দেশের হয়ে যে ভাবে তিনি নেতৃত্ব দিয়ে এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস পুণেকেও সেই ভাবেই নেতৃত্ব দেবেন।” দলে ধোনির নেতৃত্বে খেলবেন স্টিভ স্মিথ, ডুপ্লেসি, অজিঙ্ক রাহানেরা।