০৯ জুলাই/(NUT) : ইতিহাস বলছে বিশ্বকাপের এর আগে কখনো এক ম্যাচে ৮ গোল হয়নি। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন তাদের পুরো টুর্নামেন্টে ৮ গোল করেছিল। ৭-১ গোলের হারই বিশ্বকাপের সেমিফাইনালে সর্বোচ্চ ব্যবধানের হার।
২০তম বিশ্বকাপে ব্রাজিল-জার্মানি ম্যাচের পর রেকর্ড বইয়ের অনেক কিছুই নতুন করে লিখতে হচ্ছে। ধুলোয় মোড়া রেকর্ড ভেঙ্গে নতুন নতুন রেকর্ড স্থান করে নিয়েছে তালিকায়।
এ ছাড়া ব্রাজিল-জার্মানি সেমিফাইনালে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম চার গোল হয়েছে। মাত্র ৬ মিনিটে (২৩-২৯ মি.) ৪ গোল হওয়ার রেকর্ড হয়েছে।
১১ মিনিটে মুলারের করা গোলটি ছিল জার্মানির ফুটবল ইতিহাসের ২০০০তম গোল। এই ম্যাচেই মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৬ গোল) হন। এর আগে ১৫ গোল দিয়ে এ খাতায় শীর্ষে ছিলেন ব্রাজিলের রোনাল্ডো।
এবারই ব্রাজিল প্রথম তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল হজম করেছে।
জার্মানির টনি ক্রুস ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ে জোড়া গোল করেছেন। তিনি মাত্র ৬৯ সেকেন্ডের ব্যবধানে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
এই ম্যাচেই মুলার ফুটবল ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই বিশ্বকাপে ৫ গোল করার কৃতিত্ব দেখান।
ব্রাজিলের বিপক্ষে জার্মানি প্রথমার্ধে ৫-০ গোলের লিড নেয়। জার্মানির ইতিহাসে এটাই প্রথমার্ধে সবচেয়ে বেশি গোলের লিড নেওয়ার রেকর্ড।
এই ম্যাচেই স্বাগতিক দল সবচেয়ে বেশি গোল হজম করে (৭ গোল)। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে সুইজারল্যান্ড ৭-৫ গোলে অস্ট্রিয়ার কাছে হার মেনেছিল।
এই ম্যাচের ৭ গোলের সুবাদে জার্মানি তাদের বিশ্বকাপের স্কোরশিটে মোট ২২১ গোল করার রেকর্ড গড়ে।
এতেই শেষ নয়, এমন আরো বেশ কিছু ছোটখাটো রেকর্ড হয়েছে ব্রাজিল-জার্মানির মধ্যকার সেমিফাইনাল ম্যাচে। সব মিলিয়ে ফুটবল ইতিহাসে এ সেমিফাইনালটি স্মরণীয় হয়েই থাকবে।