চলে গেলেন বিশ্বের প্রবীণতম পুরুষ

buআন্তর্জাতিক ডেস্ক ।। চলে গেছেন বিশ্বের প্রবীণতম পুরুষ ইয়াসুতারো কোইদে। ১১২ বছর বয়সে মঙ্গলবার সকালে জাপানের নাগোয়া শহরে তিনি মৃত্যুবরণ করেন। হৃদরোগ ও নিউমোনিয়ার কারণে তিনি মারা যান বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিবিসি জানায়, ১৯০৩ সালে জন্মগ্রহণ করা কোইদের নাম গত বছরের আগস্ট মাসে বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়। দীর্ঘজীবনের গোপন রহস্য হিসেবে সে সময় তিনি ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকা, ক্লান্তিকর যেকোনো কিছু এড়িয়ে চলা এবং ‘আনন্দের সঙ্গে বেঁচে থাকা’র কথা বলেছিলেন। ইয়াসুতারো কোইদের পর বিশ্বের বর্তমান প্রবীণতম পুরুষটি কে- তা এখনো স্পষ্ট নয়।
বর্তমানে বিশ্বে প্রবীণতম ব্যক্তি মুশ্যাট জোন্স নামের এক মার্কিন নারী। তার বয়স ১১৬ বছর। গত বছর ১১৭ বছর বয়সে বিশ্বের তৎকালীন প্রবীণতম ব্যক্তি জাপানী নারী মিসাও ওকাওয়ার মৃত্যু হলে এই খেতাব পান জোন্স। গিনেসের তালিকাভুক্ত বিশ্বরেকর্ডের তথ্য অনুযায়ী, এযাবতকালে বিশ্বে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা ব্যক্তিটির নাম জীয়ান ক্যালমেন্ট। তিনি ফ্রান্সের নাগরিক ছিলেন এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন। ১৯৯৭ সালের আগস্ট মাসে মারা যান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*