প্রধানমন্ত্রীকে আইএস’র হুমকি

mdpmজাতীয় ডেস্ক ।। ভারতে গরুর মাংস কেনাবেচা ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কারকে হত্যার হুমকি দিয়ে একটি উড়োচিঠি লেখা হয়েছে। তবে চিঠিটিতে মধ্যপ্রাচ্যভিত্তিক কট্টর ইসলামপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্বাক্ষর রয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুমকি চিঠিটির বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। চিঠিটিতে মোদি ও পারিক্কারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘যেহেতু তোমরা গরুর মাংস খাওয়ার অনুমতি দিচ্ছ না, তোমাদের দেখে নেওয়া হবে।’ চিঠিটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সাধারণ প্রশাসনিক বিভাগের ঠিকানায় পাঠানো হয়েছিল। ভারতীয় পুলিশের মহাপরিদর্শক ভি রেঙ্গানাথম মোদি ও পারিক্কারের উদ্দেশ্যে হুমকি চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তে সন্ত্রাসবিরোধী দল কাজ করছে এবং চিঠিটি (পোস্টকার্ড) স্থানীয়ভাবেই ডাকযোগে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পারিক্কারের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*