দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ জানুয়ারী ।। ১৯তম লাকি শ্রীবাস্তব মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ চ্যাম্পিয়ানশিপের পরিসমাপ্তি হয়েছে মঙ্গলবার। ফাইনালে মুখোমুখি হয় উত্তর পূর্বাঞ্চলের আসামের ইলেক্ট্রিসিটি বোর্ড তীব্র প্রতিদ্বন্দিতপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে গোল হয়নি। তারকা খচিত এরিয়ানের সঙ্গে সমানে পাল্লা দিয়েও শেষ পর্যন্ত সার্ডেন ডেথের মাধম্যে জয় ছিনিয়ে নেয় কোলকাতার এরিয়ান। অন্তিম ফলাফল ছিল ১০-৯। এই প্রতিযোগিতায় ফেয়ার প্লে ট্রফি দেয়া হয় ত্রিপুরাকে। চ্যাম্পিয়ান দল পেল ১ লক্ষ টাকা এবং রানার্স পেয়েছে ৫০হাজার টাকা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত ১৯তম লাকি শ্রীবাস্তব মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ চ্যাম্পিয়ানশিপের পরিসমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুব্রত দেববর্মা, ও এন জি সি-র ত্রিপুরা এসেট মেনেজার শ্রী গুপ্তা সহ আরে অনেকে।