নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী ।। অতি সম্প্রতি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে বহিষ্কৃত গবেষক ছাত্র রোহিত ভার্মা (২৭) আত্মহত্যা করেছিলেন কলেজের এন আর আস হোস্টেলের ঘরে। মঙ্গলবার গবেষক ছাত্র রোহিত ভার্মা -এর মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবীতে SFI রাজ্য কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে SFI রাজ্য কমিটির উদ্যোগে মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।