২৭০ জনকে মুক্তি দিল আইএস

frrআন্তর্জাতিক ডেস্ক ।। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দের আল-জোর থেকে অপহৃত ৪০০ জনের মধ্যে ২৭০ জনকে মঙ্গলবার মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।মুক্তিপ্রাপ্তদের অধিকাংশই নারী ও শিশু। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ খবর দিয়েছে।
খবর বলা হয়েছে, গত মার্চ থেকে দের আল জোর প্রদেশের অধিকাংশ এলাকা দখল করে রেখেছে আইএস। তবে প্রদেশটির মূল শহর ছিল সিরিয়ার সরকারি বাহিনীদের হাতে। গত সপ্তাহে সেটা দখলে নিতে হামলা চালানো হয়। এ সময় নারী-শিশুসহ প্রায় ৪০০ বেসামরিক লোককে অপহরণ করে জঙ্গি সংগঠনটি। মানবাধিকার সংগঠনটি জানায়, ২৭০ জনকে মুক্তি দিলেও মঙ্গলবার নতুন করে আল-জোরের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ জনকে আটক করে আইএস। সংগঠনটির প্রধান রামি আব্দুল রহমান জানান, আরও জিজ্ঞাসাবাদের জন্য এখনও ১৪ থেকে ৫৫ বছর বয়সি পুরুষদের আটকে রাখা হয়েছে। তিনি আরও জানান, যারা সিরিয়ার সরকারি বাহিনীর অনুগত এবং আইএসের দেওয়া ধর্মীয় রীতি-নীতি মেনে চলছে না, তাদের ওপর নির্যাতন করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*