দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ।। সূদুর মহারাষ্ট্রের সাইবাবার আশ্রম থেকে পাঁচ পাওয়ালা গরু আর চার শিংয়ের অদ্ভুৎ অবয়বের ছাগল ঘুরছে গাড়ীতে – এই দৃশ্য এই প্রথমবার এই শহরে দেখা গেছে। পাঁচ পায়ের গরু আর চার শিংয়ের ছাগলের গাড়ী পথ চলতি মানুষের কাছে একদিকে ভক্তি অন্যদিকে নতুন জিনিষ হিসেবে উপস্থিত হয়েছে, যেখানেই গাড়ী থামছে সেখানেই জমে যাচ্ছে মানুষের ভীড়। অনেকেই প্রনাম করে গাড়ীতে দক্ষিনা দিচ্ছেন। পূজোর মরসুমে এই গরু, ছাগল আর যাই হোক নতুন সংযোজন হিসেবে অবশ্যই গণ্য হতে পারে। ভক্তদের কাছে গরু হচ্ছে বিষ্ণুর বাহক কিন্তু ছাগলও এবার হিট চার শিংয়ের দৌলতে।