দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ জানুয়ারী ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন ভারতের বুকে সমস্ত জঞ্জাল সরিয়ে আসুন আমরা ‘স্বচ্ছ ভারত’ তৈরী করি। দেশের সব প্রান্তেই চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী। বুধবার, বন দপ্তরের গুরখাবস্তিস্থিত অরণ্য ভবনের কর্মীরা কোদাল, দাঁ, ঝাড়ু হাতে অংশ নেন স্বচ্ছ ভারত গড়ার অভিযানে। আধীকারীক থেকে শুরু করে সর্বস্তরের কর্মীরা জঞ্জাল সাফ, রাস্তা পরিস্কারের কাজে অংশ নিয়ে দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছেন।