আন্তর্জাতিক ডেস্ক ।। চলতি শীতের তীব্রতায় গোটা যুক্তরাজ্য ঢেকে গেছে নানারকম শীতবস্ত্রে, পারদের গতির সঙ্গে পাল্লা দিয়ে নামছে তাপমাত্রা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর পর্যটনের এই মৌসুমে এই তীব্র শীত বেড়ানোকেও করছে ব্যাহত। তবে মন্দের ভালো হিসেবে দেশটির প্রকৃতিতে এই শীতে দেখা যাচ্ছে দুর্লভ চিত্রও! তীব্র ঠাণ্ডায় জমে যাওয়া জলপ্রপাত যার শীর্ষে!
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও-তে দেখা গেছে কাইন্ডার ডাউনফল জলপ্রপাতের সাম্প্রতিক চিত্র। সারাবছর প্রবল স্রোত থাকে যেখানে, ডার্বিশায়ার পিকের সেই জলপ্রপাতটি জমে পুরোপুরি বরফ হয়ে গেছে। পর্যটক উইল ফ্ল্যানাগ্যানের তোলা ছবিতে দেখা গেছে একশ’ ফুট উঁচু জলপ্রপাতটি শূন্যের নিচে তাপমাত্রায় একটু একটু করে জমতে জমতে বুধবার রাতে পুরোপুরি স্থির হয়ে গেছে। একটু একটু করে জমতে থাকা জলপ্রপাতটির এই দৃশ্য দেখার লোভেই বৃহস্পতিবার ভোরে সেখানে ছুটে গিয়ে এ দৃশ্য দেখতে পান ফ্ল্যানাগ্যান। তার পায়ের নিচে বরফের ভাঙার শব্দ পেয়ে আর এগোননি তিনি। দূর থেকেই ভেঙে পড়তে দেখেছেন বরফের টুকরোগুলোকে। দুর্লভ ও নয়নাভিরাম এই দৃশ্য দেখতে ছুটে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয় পর্যটকরা।