চতুর্থ রাউন্ডে আজারেঙ্কা-মারে, ছিটকে গেলেন মুগুরুজা

sprখেলাধুলা ডেস্ক ।। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন ফেভারিটরা। তবে অঘটন ঘটেছে মেয়েদের এককে। ছিটকে গেছেন তৃতীয় বাছাই হিসেবে খেলতে আসা স্পেনের টেনিস সুন্দরী গারবিন মুগুরুজা। প্রায় এক ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে বারবোরা স্ট্রেকোভার কাছে ৬-৩, ৬-২ গেমে পরাজিত হয়ে বিদায় নেন মুগুরুজা । তাতেই অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডে উন্নীত হলেন চেক সুন্দরী স্ট্রেকোভা। শনিবার মেলবোর্ন পার্কের রোড লাভের অ্যারেনায় মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে জাপানের নাওমিকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর তারকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। একই দিনে মেলবোর্ন পার্কে চেক প্রজাতন্ত্রের অ্যালের্তোভাকে হারিয়েছেন ব্রিটেনের জো কন্টা। ৬-২, ৬-২ গেমে জিতে ১৯৮৭ সালের পর এই প্রথম ব্রিটেনের কোনো নারী টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন। ছেলেদের একক থেকে জয় পেয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। পর্তুগালের জোয়াও সৌসাকে ৬-২, ৩-৬, ৬-২ এবং ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে যান তিনি। ছেলেদের টেনিসের চার নম্বর তারকা ভাভরিঙ্কাও উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। শনিবার রোড লাভের অ্যারেনায় প্রায় দুই ঘণ্টার লড়াইয়ে লুকাসকে ৬-২, ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে পরাজিত করেন এই সুইস তারকা। মেয়েদের ডাবলস থেকে টানা ৩২তম জয় তুলে নিয়েছেন ইন্দো-সুইস টেনিস জুটি সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের লাইদমাইলা এবং নাদিয়া কিচেনক জুটিকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছে সানিয়া-হিঙ্গিস জুটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*