রাশিয়ায় সোয়াইন ফ্লু-তে ৩৯ জনের মৃত্যু

snplআন্তর্জাতিক ডেস্ক ।। প্রাণঘাতী রোগ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে গত মাস থেকে এ পর্যন্ত রাশিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। এদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে গত সপ্তাহে। রাশিয়ার দক্ষিণের ভোলগোগ্রাদের স্বাস্থ্য সংস্থা সূত্রে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নোভস্তি জানিয়েছে, অঞ্চলটিতে রোগটির সংক্রমণ ও মহামারী ঠেকাতে এলাকাটির অর্ধশতাধিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রাজধানী মস্কোতেও সোয়াইন ফ্লু-তে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় রুস্তভে ছয়জন এবং সেন্ট পিটার্সবুর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এ রোগে। আর উত্তরে দাগেস্তানের ককেশাস অঞ্চলে এক শিশুসহ পাঁচজন এবং উরালের ইয়েকাতেরিনবার্গ ও দক্ষিণের আদিগিয়াউ দু’জনের মৃত্যু ছাড়াও কোস্ত্রমা, তাম্বোভ ও কালিনিনগ্রাদ অঞ্চলে আরো অনেকে রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*