নেতাজীর ১০০ গোপন নথি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

subashজাতীয় ডেস্ক ।। ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার সংগ্রামের কিংবদন্তি নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১০০টি গোপন নথি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। নেতাজীর ১২০তম জন্মবার্ষিকিতে শনিবার নথিগুলো প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে, গত বছরের অক্টোবর মাসে সুভাষ বসুর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে মোদি ওই নথিগুলো প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির পক্ষ নিয়ে ব্রিটিশদেরকে ভারতবর্ষের মাটি থেকে তাড়াতে আজাদ-হিন্দ ফৌজ গঠন করেন তিনি। ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইপেতে এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন বলে অনেকে দাবি করেন। কিন্তু এ নিয়ে ভিন্ন মত থাকায় কিংবদন্তী হয়ে আছে স্বাধীনতা সংগ্রামী সুভাষ বসুর অন্তর্ধান রহস্য। শনিবার নথিগুলো প্রকাশের সময় নেতাজীর পরিবারের ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। সুভাষ বসুর নাতি চন্দ্রা বসু বলেন, আমি বিমান বিধ্বস্তের তত্ত্ব বিশ্বাস করিনা। আজ আমরা সমস্ত উত্তর পাব না, তবে উত্তর খোঁজার সূত্রগুলো পাওয়া যাবে বলে আশা করি। ভারতের ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত অন্য নথিগুলো প্রকাশ হলেই হয়তো জানা যাবে অন্তর্ধান রহস্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*