গোপাল সিং, খোয়াই, ২৩ জানুয়ারী ।। যেখানে মানুষ, সেখানেই লোক কথার জন্ম। লোক সংষ্কৃতির ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বানে শুক্রবার থেকে শুরু হল দ্বাদশ বর্ষ জারি-সারি উৎসব ও মিলন মেলা। জারি-সারি উৎসব ও মিলন মেলা প্রস্তুতি কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংষ্কৃতি দপ্তরের সহযোগিতায় খোয়াই উত্তর দূর্গানগর পূর্ণিমা উচ্চ বিদ্যালয়ের মাঠে ২২ থেকে ২৪শে জানুয়ারী ৩ দিনব্যাপী উৎসব ও মেলার সূচনা করেন বিধানসভার মুখ্যসচেতক সমীর দেবসরকার। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, মহকুমা শাসক ড. সমিত রায় চৌধূরী, মেলা পরিচালন কমিটি রবীন্দ্র ব্যানার্জী প্রমুখ। প্রতিদিন লোকনৃত্য, লোকগান, বাউল গানের পাশাপাশি মেলা প্রাঙ্গনে থাকছে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। মুলত লোক সংষ্কৃতির ঐতিহ্যকে আন্তরিকতার সাথে লালন করার প্রয়াসে জারি-সারি উৎসব ও মিলন মেলা তার স্বার্থকতাকে প্রসারিত করছে দীর্ঘ ১১ বছর যাবত। দ্বাদশতম বর্ষেও এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়েই ৩ দিনব্যাপী জারি-সারি উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু সংস্কৃতির বিকাশে জারি-সারি উৎসব ও মিলন মেলা আমাদের হাতিয়ার হয়ে উঠুক, উদ্বোধকের ভাষনে এই প্রত্যয় ব্যক্ত করলেন উদ্বোধক সমীর দেবসরকার।