দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ।। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২০তম জন্মদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাতে প্রায় ২৬টি বিভিন্ন বিষয়ের উপর সুসজ্জিত র্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্ণাঢ্য র্যালী চাক্ষুষ করতে রাজপথের দু’ধারে অগুন্তি মানুষ ভীড় করে।