দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ।। ২৩শে জানুয়ারীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে শ্বাশ্বত রুপে উদ্ভাসিত হয়ে উঠে। শোভাযাত্রা শুরুর সূচনায় প্রথাগত ঐতিহ্যের ধারায় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গিতের সমবেত উপস্থাপনা এবং নেতাজীর স্ব-কন্ঠে উদ্দীপনাময় ভাষনের সি ডি বাজতেই উদ্বেল হয়ে উঠে অনেকেই। নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে ২৩শে জানুয়ারীর প্রারম্ভিক অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ফরোয়ার্ড ব্লকের বিশিষ্ট নেতা ব্রজগোপাল রায়, SDM মানিক লাল দাস সহ আগরতলা পুর নিগমের বেশ কয়েকজন কাউন্সিলার। বর্ণাঢ্য শোভাযাত্রার সবুজ সংকেত প্রদান করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।