দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রুপ দিতে মৃৎ শিল্পীদের ব্যস্ততা চরমে। পেন্ডেল থেকে গৃহস্তের বাড়ীতে পঞ্জিকার তিথী অনুযায়ি পূজার নানা উপাচারে শুরু হয়ে গেছে ষষ্ঠী পূজা। সর্বত্র দশভূজার বন্দনার আয়োজনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। দেবী কে নান্দনিক রুপ ফুটিয়ে তুলতে শেষ তুলির টানে ব্যস্ত মৃৎ শিল্পীরা। পূজোয় মাতৃ বন্দনার দিন গুলো হয়ে উঠুক সূর্যস্মাত।