তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। প্রচণ্ড তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। যেন থেমে গেছে রাজ্যগুলোর জনজীবন। দেশটির আবহাওয়া দফতর সবাইকে বাড়িতে থাকার পরার্মশ দিয়েছে। প্রাণহানির সংখ্যা এ পর্যন্ত ১৮ জন। তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে বিমানের অন্তত ৭ হাজার ফ্লাইট। সড়ক যোগাযোগও নাজুক হয়ে পড়েছে। এদিকে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকলেও পৃথিবীর এই দুর্যোগের কথা ঠিকই জানেন নভোচারী স্কট কেলি। পৃথিবীর বাইরে বসে সে সবের ছবিও তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে যেদিক দিয়ে বয়ে যাচ্ছে তুষার ঝড়, দুর্লভ সে সব ছবি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এসব ছবিতে ফুটে উঠেছে, কীভাবে শক্তিশালী তুষারঝড়টি শিকাগো শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে।