শান্তনু চক্রবর্তী, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। পেন্ডেল থেকে গৃহস্তের বাড়ীতে পঞ্জিকার তিথী অনুযায়ি পূজার নানা উপাচারে শুরু ষষ্ঠী পূজা। সোমবার পঞ্জিকা মতে দিবা ১২টা ৫৫ মিঃ এর পর ষষ্ঠী তিথী শুরু হয় এবং মঙ্গলবার দিবা ১১টা ৪৯ মিঃ পর্যন্ত ষষ্ঠী তিথী আছে, তারপরই লেগে যাবে সপ্তমী তিথী। ষষ্ঠী পূজায় বিল্ববৃক্ষ বা ফল যুগ্ম সহিত বেলের ডাল, ঘট, এক সরা আতপ তণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা, সশীষ ডাব, তীর, পঞ্চ গুঁড়ি, পঞ্চ গব্য, পঞ্চ শস্য, পঞ্চ পল্লব, বোধনের শাড়ী, বিল্ববৃক্ষ পূজোর ধুতি সহ পূজোর আয়োজন সবই প্রয়োজন হয়।