ফের বিজেপির সভাপতি অমিত শাহ

amitজাতীয় ডেস্ক ।। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারেব মতো মনোনীত হয়েছেন অমিত শাহ। রোববার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দলটির শীর্ষ নেতাদের এক বৈঠকে তাকে ফের বিজেপির সভাপতি পদের জন্য মনোনীত করা হয়।
দলটি জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, মুরলি মনোহর যোশিসহ তিনজন এ মনোনয়ন প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। এরপর সভাপতি পদের জন্য প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ দলটির প্রভাবশালী নেতারা অমিত শাহকে সমর্থন করেন। আজই মোদির সঙ্গে এক ডিনার পার্টিতে মিলিত হচ্ছেন অমিত শাহসহ বিভিন্ন পদে মনোনীত ব্যক্তিরা। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির সভাপতি পদ ছেড়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেন রাজনাথ সিং। এরপর অমিত শাহকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*