নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী ।। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের ১২তম -বার্ষিক রাজ্য সন্মেলনের পরিসমাপ্তি হল রবিবার। শনিবার থেকে শুরু হয় এই দ্বি-বার্ষিক রাজ্য সন্মেলন। রবিবার আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন আয়োজিত ১২তম দ্বি-বার্ষিক রাজ্য সন্মেলনের পরিসমাপ্তি অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী মানিক দে সহ উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের কর্মকর্তারা।