খেলাধুলা ডেস্ক ।। ২২ গজে ফের দুর্ঘটনা। সোমবার ওয়েলিংটনে পাকিস্তান-নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিক ম্যাচে চোখে বলের আঘাত পেলেন কিউই ব্যাটসম্যান মাইকেল ম্যাকক্লিনাহান। ব্যাট করার সময় পাকিস্তানি বোলার আনোয়ার আলির বাউন্ডার প্রচন্ড জোরে তাঁর হেলমেটের ফাঁক দিয়ে গলে বাঁ চোখে আঘাত করে। তিনি পড়ে যান। ওটাই ছিল নিউজিল্যান্ড ইনিংসের শেষ বল। কয়েক সেকেন্ড মাটিতে পড়ে থাকেন এই টেল এন্ডার। তবে শেষ পর্যন্ত উঠে দাঁড়ান। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন। আঘাতের জায়গায় সেলাই করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে তিনি নিজে টুইট করে জানান, চোখের ওপরের হাড় ভেঙেছে। ডাক্তাররাও এ কথাই বলেছেন। শুক্রবার অকল্যান্ডে তাঁর চোখে ছোটখাট অস্ত্রোপচার হবে বলে জানান নিউজিল্যান্ড দলের মুখপাত্র। নিউজিল্যান্ডের এদিনের জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ম্যাকক্লিনাহানের। নবম উইকেটে ম্যাট হেনরির সঙ্গে ৩৩ বলে ৭৩ রানে পার্টনারশিপ গড়েন তিনি। জখম হয়ে ফেরার সময় তাঁর রান ছিল ৩১। নিউজিল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেট ২৮০ রানে। পাকিস্তান অল আউট হয় ২১০ রানে।