খেলাধুলা ডেস্ক ।। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ রানের জয় তুলে নিয়েছে ভারত। তাই বলাই যায় টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই হলো মহেন্দ্র সিং ধোনির দলের। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার আতিথ্য নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ১৫১ রানেই সবগুলো উইকেট শেষ স্বাগতিক অস্ট্রেলিয়ার।
ভারতের করা ১৮৮ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ৫.১ ওভারেই এই জুটি তুলে ফেলেন ৪৭ রান। তবে ব্যক্তিগত ১৭ রান করে ওয়ার্নার সাজঘরে ফিরলেও অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে নিয়ে ২৫ বলে ৪২ রানের আরেকটি জুটি গড়েন ফিঞ্চ। ২১ রানে স্মিথ আউট হলে শুরু হয় অজিদের ব্যাটিং ধস। একে একে ফিরে যান ট্রাভিস হিড (২), ক্রিস লিন (১৭), শেন ওয়াটসন (১২), ম্যাথু ওয়েড (৫), জেমস ফকনার (১০) ও কেন রিচার্ডসন (৯)।
অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ ৪৪ রান করে আউট হয়ে যান ফিঞ্চও। ৩৩ বলে ৪ চার ও ২ ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছিলেন এই ওপেনার। ভারতের হয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন জাসপ্রিত ভুমরা। আর ২টি করে উইকেট তুলে নিয়েছেন হার্দিক পাণ্ডে, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন। এর আগে ভারতের বড় ইনিংস গড়ার পেছনে দারুণ ভূমিকা পালন করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পরে সুরেশ রায়নাও এই দুই ব্যাটসম্যানের সঙ্গে যোগ দেন। রায়না-কোহলি তৃতীয় উইকেট জুটিতে করেন রেকর্ড ১৩৪ রান।
ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন কোহলি। ৫৫ বলে ৯ চার ও ২ ছয়ের সাহায্যে ৯০ রানে অপরাজিত ছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। এছাড়াও রোহিত ২০ বলে করেছেন ৩১ রান। ৩৪ বল খেলে রায়না করেছেন ৪১, আর শেষ দিকে এসে ধোনি খেলেন ৩ বলে ১১ রানে অপরাজিত ইনিংস। তাতেই ৩ উইকেটে ১৮৮ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নিয়েছেন শেন ওয়াটসন। আর ফকনার নিয়েছেন ১টি উইকেট।