দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ জানুয়ারী ।। ত্রিপুরায় ৬৭তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে আসাম রাইফেলস ময়দানে। ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দানকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়। রাজ্যের মাননীয় রাজ্যপাল তথাগত রায় আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন সঙ্গে সঙ্গে বেজে উঠে জাতীয় সঙ্গীতের সুর। চৌকস সুসজ্জিত বাহিনীর দেয়া কুচকাওয়াজ গ্রহন করেন রাজ্যপাল। প্রতিবছরের মতো আকর্ষণীয় প্যারেডে অংশ নেয় ১৮টি প্লেটুন। সেলামী মঞ্চে অভিবাদন গ্রহন করেন রাজ্যপাল তথাগত রায়। আসাম রাইফেলস ময়দানে ৬৭তম প্রজাতন্ত্র দিবসে সেবার কাজে উৎকৃষ্ট অবদানের জন্য আরক্ষাবাহিনীর ১১জন কর্মী আধিকারীকদের বিশেষ সেবা পদক প্রদান করা হয়।
৬৭তম প্রজাতন্ত্র দিবসের আসাম রাইফেলস ময়দানে ভাষন দিতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলার পাশাপাশি ত্রিপুরার প্রসঙ্গে বলেছেন ছোট্ট পরিসরের এই পাহাড়ী রাজ্য সামগ্রিকভাবে যে অগ্রগতি অর্জন করেছে তাতে সোন্তোষ ব্যক্ত করেছেন। আসাম রাইফেলস ময়দানে ৬৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য তথা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন।