রাজিব সাহা, আগরতলা, ২৯ জানুয়ারী ।। উত্তর জেলার পানিসাগরস্থিত শারীর শিক্ষন কলেজ ক্যাম্পাসে উত্তর পূর্বাঞ্চল গ্রামীণ উপজাতি স্কাউট এন্ড গাইড রেঞ্জার মিট শুরু হয়। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার স্পোর্টস স্কুল মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা দলাল দাস, ডেপুটি ডাইরেক্টর অলক মুখার্জি সহ অন্যান্যরা। স্কাউট এন্ড গাইড রেঞ্জার মিট অনুষ্ঠান উপলক্ষে পানিসাগরের বিভিন্ন স্কুলের পড়ুয়াড়া সহ আসাম, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড ও অরুনাচল প্রদেশের দল এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়।