খেলাধুলা ডেস্ক ।। শিয়ান গেমসে পুরুষদের হকিতে দুরন্ত জয় পেল ভারত। আয়োজক দেশ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। মঙ্গলবার ইঞ্চিওনে ভারত ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর ১২ বছরের অপেক্ষার অবসান হল। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে রুপিন্দর পালের পাশ থেকে জয়সূচক গোলটি করেন আকাশদীপ সিং।
২০০২ এশিয়াডে এই দক্ষিণ কোরিয়ার বুসানেই ভারত শেষবার পুরুষ হকির ফাইনালে উঠেছিল ভারত। অবশ্য আজকের দুরন্ত হকির পর সর্দারদের সোনা জয়ের স্বপ্ন দেখা শুরু হয়েছিল। ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে শেষবার পুরুষদের হকিতে সোনা জিতেছিল ভারত।
ফাইনালে ভারত এবার খেলবে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান-মালয়েশিয়ার জয়ী দলের বিরুদ্ধে। গ্রুপ লিগে পাকিস্তানের কাছে ১-২ গোলে হারের পর রুপিন্দরদের নিয়ে হতাশা তৈরি হয়েছিল, আজ এক লহমায় সব মুছে গেল।
সৌজন্যে জি নিউজ।