দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ জানুয়ারী ।। ভৌগোলিক অবস্থান থেকে পারিপার্শ্বিক পরিবেশ ত্রিপুরায় শিল্পের অগ্রগতিকে অন্তরায়ের পথে ঠেলে দিয়েছে। শিল্পের সঙ্গেই সম্পর্ক বাণিজ্যের স্বভাবতই শিল্প ও বাণিজ্যের অগ্রগতির রুদ্ধপথ খোলার প্রয়াস হচ্ছে নিরন্তর। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিল্প ও বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপট বদলে গেলে ত্রিপুরায় উৎপাদিত প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহারে গোটা রাজ্যের আর্থিক শ্রীবিন্যাস সম্ভব বলেই ধারনা ব্যবসায়ী মহলের। ত্রিপুরাকে নিয়ে ব্যবসা বাণিজ্যের ব্যপক সম্ভাবনার কথা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে সাড়ম্বরে উদ্বোধন হয়েছে ২৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। মেলা চলবে আগামী ১০ ফ্রেব্রুয়ারী পর্যন্ত। এবারের মেলায় মোট ২১৫টি স্টল রয়েছে। শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বাংলাদেশ হাই কমিশনার মঃ সৈয়দ মোয়াজ্জেম আলী, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ভি জি জেনার, সচিব এম নাগারজু।
ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার ২৬ বছরে পদার্পণে এই মেলার আয়োজন রাজ্যের ক্ষেত্রে কতদূর সার্থক হয়েছে সেই হিসেব সর্বাগ্রে বিবেচিত হওয়ার মধ্য দিয়েই বেড়িয়ে আসবে সফল অসফল হওয়ার ক্ষেত্রগুলো।