আন্তর্জাতিক ডেস্ক ।। কানাডার পশ্চিমাঞ্চলে বৃটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তরপূর্ব ভ্যাঙ্কুভারে ‘গুরুতর’ তুষারধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতরা প্রত্যেকেই তুষারে চলাচলোপযোগী স্নোমোবাইলের যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ম্যাকব্রাইড এলাকার কাছে এ তুষারধসের ঘটনা ঘটেছে। মানবসৃষ্ট কারণে এ ঘটনা ঘটেছে এবং এর আকার ‘বিশাল ও লক্ষ্যণীয়’ ছিল বলে জানিয়েছেন প্রশাসনের এক মুখপাত্র। স্নোমোবাইলের তিনটি পৃথক দল তুষারধসের শিকার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানিয়েছে বিবিসি। গত কয়েকদিনে ভারী তুষার ও বৃষ্টিপাতের কারণে অঞ্চলটি বড় ধরনের হিমবাহ ধসের ঝুঁকিতে রয়েছে।