রাজীব সাহা, আগরতলা, ৩০ জানুয়ারী ।। শনিবার বিকেলে হঠাৎ পাম্প ফেটে আগুন লাগায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনা খয়েরপুর CNG স্টেশানে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ২টি ফায়ার ইঞ্জিন ছুটে যায়। জানা যায়, TR01 C 3231 নম্বরের একটি অটো এবং TR06 0552 নম্বরের একটি ইকো গাড়ি আগুনে ক্ষতি হয়। ইকো গাড়ির চালক এবং একজন CNG স্টেশান বয় গুরুতর আহত হওয়ায় এই ২ জনকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।