আন্তর্জাতিক ডেস্ক ।। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি থানার বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০জন। শহরের পশ্চিমাঞ্চলে সোমবার এ ঘটনায় নিহতদের অধিকাংশই নিরস্ত্র বেসামরিক লোকজন ছিলেন বলে জানিয়েছেন দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালাঙ্গি। জঙ্গি সংগঠন তালেবান এ হামলার দায়স্বীকার করেছে। বিবিসি জানিয়েছে, আফগান পুলিশের তালেবানবিরোধী শাখা ন্যাশনাল সিভিল অর্ডার পুলিশের প্রধান কার্যালয়ের প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে কাবুলে এবং গত কয়েক মাসে আফগানিস্তানের অন্যান্য অঞ্চলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা।