খেলাধুলা ডেস্ক ।। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ভারত যুব দল। সোমবার হেরেও গ্রুপের দ্বিতীয় হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে নেপাল। তবে কানাডাকে ৪ উইকেটে হারিয়েছেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তান। বাংলাদেশের মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে নেপালের যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
সোমবার নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সন্দীপ সুনার ৩৭, আরিফ শেইখ ২৬, রাজবির সিং ৩৫ ও প্রেম তামাংয়ের অপরাজিত ২৯ রানে দেড়শ পেরিয়ে যায় নেপাল। ভারতের হয়ে আভেশ খান ৩টি, মায়াঙ্ক ডাগার ও ওয়াশিংটন সোন্দর ২টি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ১২৪ রানের উদ্বোধনী জুটিতে শুরু করে ভারতীয় যুবারা। উদ্বোধনী রিষাভ পান্ট মাত্র ১৮ বলে দ্রুততম ফিফটি ছুঁয়ে শেষপর্যন্ত ৯ চার ও ৫ ছয়ে ২৪ বলে ৭৮ রান ফিরেছেন। অন্য উদ্বোধনী ইশান কিষাণ ৭ চার ও ৩ ছয়ে ৪০ বলে ৫২ রানে ফেরেন। শেষে সরফরাজ খান ২১ ও আরমান জাফর ১২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। নেপালের হয়ে প্রেম তামাং ২টি উইকেট নিয়েছেন। দিনের অন্য ম্যাচে জিতেও কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি আফগান যুবাদের। গ্রুপ পর্বের আগের দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান। নিয়মরক্ষার ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রানে তোলে কানাডা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৪.১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় আফগানরা।