নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারি ।। রাজ্যে সফর করতে আসা লেঃ জেনারেল এন এস ঘেইয়ের নেতৃত্বে নেশন্যাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সোমবার মহাকরণের ২নং কনফারেন্স হলে NDC-র ২০ জন ট্রেনিং অফিসারদের সঙ্গে মূখ্যমন্ত্রী বৈঠক হয়। যাদের মধ্যে ৩ জন বিদেশী অফিসারও রয়েছেন। আলোচনাকালে মূখ্যমন্ত্রী রাজ্যের সমস্যা ও উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং রাজ্যের উন্নয়নমূলক কাজে স্বচ্ছতার বিষয়েও তিনি আলোচনা করেন।
এদিকে উত্তর-পূর্ব পর্ষদের সচিব রাম মুইভাও সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। মূখ্যমন্ত্রী উত্তর-পূর্ব পর্ষদের সচিব রাম মুইভার হাতে স্মারক উপহার তুলে দেন। দু’জনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ছবি – তথ্য দপ্তর।