ওয়েব ডেস্ক ।। ইলো’ কা মতলব ‘অ্যান্টি ফেসবুক’। স্যোশাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে এসেছে ইলো ডট কম (https://ello.co/)। কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে ওয়েব দুনিয়ায়।
ইলোর অ্যাকাউন্ট খেলার চাহিদা এতটাই বেড়ে যাওয়ায় ইবেতে (eBay) পাঁচশো মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে ইলোর ‘আমন্ত্রণপত্র’। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে, ঘণ্টায় ৩৫ হাজার অনুরোধ জমা পড়েছে।
ফেসবুকের কিছু দুর্বলতার জায়গাকেই কাজে লাগিয়ে ইলো নতুন চমক আনতে চাইছে। ইলোর এক কর্তা ফেসবুককে কটাক্ষ করে জানিয়েছেন, “ইলো বিজ্ঞাপণ বিক্রি করে না। আমরা অন্য কারও কাছে ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।” তিনি আরও জানান, “আমাদের ম্যানিফেস্টোর প্রধান বক্তব্য হল, স্যোশাল মিডিয়া এমন এক মাধ্যম যেখানে আপনি কোনও ভাবে সংশয়ে থাকবেন না। আপনাকে কোনওকিছুতে বাধ্য করবে না। শুধুমাত্র আপনি জীবনকে উপভোগ করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৃষ্টিশীল হোন। আপনি কোনও প্রোডাক্ট নন।”
সৌজন্যে জি নিউজ।