আগরতলা বইমেলা – উমাকান্তের পুরনো ক্যানভাস

bookদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ ফেব্রুয়ারী ।। গোটা রাজ্যের মানুষ বিশেষ করে যাদের সাহিত্য, সংস্কৃতির সঙ্গে নাড়ীর টান দিন গুনতে শুরু করেছেন – আজ্ঞে হ্যাঁ বিদগ্ধ পাঠক বলছি আগরতলা বইমেলার কথা। যুগের সঙ্গে যুগলবন্ধিতে আগরতলা বইমেলার সাবেকিয়ানায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে কয়েকবছর আগেই। আগামী ১৪ই ফেব্রুয়ারী শুভযাত্রা আগরতলা বইমেলার – তারিখ যদি জানা না থাকে তবে উমাকান্ত স্কুল প্রাঙ্গনে ব্যস্ততার ছবিতেই আন্দাজ করা যাচ্ছে এগিয়ে আসছে আগরতলা বইমেলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*