দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ ফেব্রুয়ারী ।। গোটা ভারতে বামপন্থী আন্দোলনে মূখ্যভূমিকা CPI(M)-র সেই ক্ষেত্রে CPI(M) সহ বামফ্রন্ট এমুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে রাজনীতির সময় পার করছে। তবে ত্রিপুরায় ক্ষমতা দখলের প্রশ্নে ইতিহাস সৃষ্টি করেছে। ত্রিপুরায় দীর্ঘ বাম শাসনের পেছনে দশরথ দেবের মতো মানুষদের অবদান অনস্বীকার্য। প্রয়াত মূখ্যমন্ত্রী দশরথ দেবের জন্ম শতবর্ষ পালনের অঙ্গ হিসেবে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে CPI(M) হলসভা আয়োজন করে সময়ের আবর্তে দলের অবস্থানে প্রয়াত দশরথ দেবের মতো ব্যক্তিত্বের প্রাসঙ্গিকতা ও অনুসরনের কথাই শোনা গেছে CPI(M) সর্বভারতীয় সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে সব বক্তাদের ভাষনে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রয়াত মূখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিল CPI(M) সর্বভারতীয় সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী আঘোর দেববর্মা, তপন চক্রবর্তী, মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর, ডেইলি দেশের কথার প্রাক্তন সম্পাদক গৌতম দাশ সহ প্রয়াত মূখ্যমন্ত্রী দশরথ দেবের সহধর্মিণী।